বিশেষ বিজ্ঞপ্তি... এতদ্বারা কালিকাপুর ইউনিয়নের সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. পর্যন্ত। সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এসে ভাতার জন্য আবেদন করা যাবে। উল্লেখ্য, যারা ইতোমধ্যে ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন করতে যা যা লাগবে-
বয়স্ক ভাতা-
১. এনআইডি কার্ড (বয়স: পুরুষ-৬৫, মহিলা-৬২ বা তদূর্ধ্ব)
২.বিকাশ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নম্বর)
প্রতিবন্ধী ভাতা-
১. এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধন কার্ড
২. উপজেলা সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্র
৩. বিকাশ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নম্বর)
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা-
১. এনআইডি কার্ড
২. স্বামীর মৃত্যু সনদ/ইউনিয়ন পরিষদ হতে প্রদত্ত বৈধব্য সনদ বা স্বামী নিগৃহীতা সনদ
৩. বিকাশ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার।